পরীক্ষা না দিয়ে গলায় ফাঁস দিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র

আরো পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুরি) অর্থনীতি ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজল মন্ডলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন তার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার হয়।

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন জনৈক রফিকুল ইসলামের ভাড়া বাড়িতে থাকত কাজল মন্ডল। আজ বিশ্ববিদ্যালয় যায়নি সে। এ ব্যাপারে খোঁজ নিতে বন্ধুরা দুপুরে তার বাসায় আসে। রুমের ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তাকে ডাকাডাকির পরও দরজা না খুললে জানালা দিয়ে ভেতরে উঁকি মেরে দেখে তার মরদেহ ঝুলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৃত কলেজ ছাত্র যশোর জেলায় অভয়নগর উপজেলর পায়রা শমসপুর গ্রামের প্রহল্লদ মন্ডলের ছেলে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর দেড়টার দিকে ৯৯৯ থেকে ফোন আসলে তারা ঘটনাস্থলে পৌঁছান। সাদা একটি দড়ি ফ্যানের হুকের সাথে ও অপরপ্রান্তে ঝুঁলে ছিল তার মরদেহ। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা সম্ভব হয়নি। লাশ উদ্ধারের পর খুমেক হাসপাতাল মর্গে রয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ