ঝিকরগাছার রাজপথ আওয়ামী লীগের দখলে

আরো পড়ুন

শাহ জামাল শিশির, ঝিকরগাছা: আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধুকন্যা দেশরত্ম শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যশোরের ঝিকরগাছায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

শনিবার বেলা ১১টায় ঝিকরগাছা-চৌগাছা আসনের সংসদ সদস্যের নেতৃত্বে ঝিকরগাছা উপজেলা মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল যশোর-বেনাপোল সড়ক দিয়ে পারবাজার থানার মোড় হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

বাংলাদেশ আওয়ামী লী‌গের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসা‌বে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা‌সেবকলীগ, কৃষকলীগ, ম‌হিলা আওয়ামীলীগ ও তাঁতী লী‌গ, মৎসজীবী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এই মিছিলে অংশ নেয়।

বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বংক্তব্য রাখেন বক্তব্য রাখেন য‌শোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আস‌নের সংসদ সদস্য বীরমু‌ক্তি‌যোদ্ধা মেজর জেনা‌রেল (অবঃ) ডাঃ মোঃ না‌সির উ‌দ্দিন।

আরো বক্তব্য রাখেন, উপ‌জেলা আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি ও পৌর মেয়র মোস্তফা আ‌নোয়ার পাশা জামাল, সহ-সভাপ‌তি চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সাধারন সম্পাদক ও উপ‌জেলা চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম, সা‌বেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ না‌সিমুল হা‌বিব শিপার, জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আসিস ইসলাম, সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক যুবলীগ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, যুবলীগ সদস্য ও ভাইস চেয়ারম্যান সেলিম রেজা।

উপিস্থিত ছিলেন, পৌর আওয়ামী লী‌গের সভাপ‌তি জাহাঙ্গীর কবীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমানুল কাদির টুল্লু, জেলা যুবলীগের সহ সভাপতি আজহার আলী, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা যুবলীগ সদস্য আবু জাফর মনি, আব্দুল বারিক, জাফিরুল হক, আব্দুল জব্বার, পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক কাউন্সিলর একরামুল হক খোকন, যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান মিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু। উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আজহারুল ইসলাম লাবু, তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, মৎসজীবী লীগের আহবায়ক ফারুক হোসেন, পৌর মৎসজীবী লীগের আহবায়ক ইব্রাহিম হোসেন, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আমিরুল ইসলাম রাজা, তারিকুজ্জামান, আলিম গাজী, সাজ্জাতুল জামান রনি, আরিফ রহমান। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান আমিন, আব্দুর রাজ্জাক, শাহজাহান আলী মোড়ল, আলহাজ্ব খায়রুজ্জামান, শাহজাহান আলী, গোবিন্দ চ্যাটার্জী, আতাউর রহমান মিন্টু। আওয়ামী লীগ নেতা নিছার আলী, নুরুল আমীন মধু প্রমূখ।

ঝিকরগাছা আ.লীগ

একই দিনে বিকালে সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলে অংশ নেয় ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ। আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম প্রিন্স, মীর বাবরজান বরুণ, উপজেলা যুবলীগের সাবেক (বহিস্কৃত) যুগ্ম আহবায়ক ছেলিমুল হক সালাম, যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মুনিরুল আলম মিশর, সদস্য তৌহিদুর রহমান বিপ্লব, জেলা পরিষদ সদস্য সাহানা আক্তার, গদখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক লিন্টু বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ সদস্য এনামুল হক মনি, প্রিন্স আহম্মেদ প্রমূখ।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ