প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি কারাগারে

আরো পড়ুন

খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার শ্রীরামপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানা পুলিশ আক্তার হাজরা (৩৫) নামে এক জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আক্তার হাজরাকে শনিবার (৪ জুন) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার কপিলমুনির শহরতলী শ্রীরামপুর গ্রামের আব্দুল আজিজ হাজরার ছেলে আক্তার হাজরা দীর্ঘ দিন ধরে একই এলাকার জনৈক রশীদ চৌধুরীর প্রতিবন্ধী কিশোরী মেয়েকে উত্যক্ত ও প্রলুব্ধ করে ধর্ষণ করে আসছিল। ঘটনাটি জানাজানি হওয়ায় কিশোরীর বাবা থানায় অভিযোগ করে।

এরপর শুক্রবার রাতে থানা পুলিশ বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত আক্তারকে থানায় নিয়ে সকালে উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পায়। এরপর আক্তারের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে। মামলা নং-১২, তারিখ ০৪/০৬/২২ ইং।

এব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত আক্তারকে গ্রেপ্তারপূর্বক শনিবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ