রাজবাড়ীতে বাসচাপায় সেনা সদস্য নিহত

আরো পড়ুন

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে বাসচাপায় মো. সাহেব আলী নামে এক সেনা সদস্য নিহত হয়েছে। শনিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেব আলী মাগুরার মহাম্মদপুর উপজেলার মহাম্মদপুর ইউনিয়নের পোরাইল গ্রামের গফফার মোল্লার ছেলে

তিনি মোটর সাইকেল (মাগুরা হ-১২-৪৯২৯) চালিয়ে বাড়ি থেকে সাভার সেনা নিবাসের কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক ঢাকা থেকে আসা খুলনাগামী একটি বাস চাপায় তার মৃত্যু হয়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের গাড়িচালক মুরাদ খান জানান, বেলা ১১টার দিকে ফিডমিল ও ফায়ার সার্ভিস স্টেশনের এর মাঝামাঝি জায়গায় একটা বিকট শব্দ হয়। অফিস কক্ষ থেকে দ্রুত বের হয়ে দেখি একজন লোক রক্তাক্ত জখম অবস্থায় সড়কে পড়ে আছেন। তার বাম পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ থেঁতলে গেছে। দুর্ঘটনার স্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মোটরসাইকেল পড়ে আছে। এতে তার মাথায় থাকা হেলমেটসহ গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ইলিয়াছ বলেন, ভাই ছুটি শেষে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফিরছিলেন। কিন্তু পথে গোয়ালন্দ ফায়ার স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, দ্রুত গতির দিগন্ত পরিবহনের একটি বাস সেনা সদস্যকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘাতক বাসটি ফরিদপুরের ভাঙ্গা থেকে আটক করা হয়েছে। তবে পালিয়েছে চালক ও তার সহকারী। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ