অপহরণকারী দলের নাম ‘বি অনেস্ট বাংলাদেশ!’

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: অপহরণকারী দলের নাম ‘বি অনেস্ট বাংলাদেশ’ সংক্ষেপে— বিএইচবি। তাদের কাজ ছিল নির্দিষ্ট সময় ও পরিকল্পনা মতো অপহরণ করা। পরে অপহরণ করা ব্যক্তির কাছে থাকা সব কিছু লুট করত তারা। এরপরই নতুন কৌশল আঁকত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অপহরণকারী এই দলের সদস্যরা। অপহৃত ব্যক্তির মোবাইল দিয়ে কল করা হতো পরিবারের কাছে। মুক্তিপণের জন্য চাওয়া হতো মোটা অংকের টাকা।

দলটির ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্ততে শুক্রবার গভীর রাতে ঢাকার ডেমরা থেকে তাদের গ্রেফতার করা হয়৷

শনিবার (৪ জুন) বেলা ১১টায় কুমিল্লা শাকতলা র‌্যাব-১১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানী কমাণ্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান, গ্রেফতারকৃতরা জানায়, চলতি সপ্তাহে একটি ব্যাংকে ছিনতাইসহ একাধিক ব্যক্তিকে অপহরণ ও ছিনতাইয়ের পরিকল্পনা ছিল চক্রটির। চলতি সপ্তাহের ৬ তারিখ ছিনতাই করত তারা।

গ্রেফতারকৃতরা হলো, মো. জিসান আহমেদ ( ৩২), মো. ইসমাইল গাজী (২৫), জায়েদ আল সাহান (২১), একলাসুর রহমান ফাহিম (১৯), সুমন, আবির হোসেন (২১) ও হাবিবুর রহমান (৩৪)। সে গাড়ি চালক।

মেজর সাকিব বলেন, গত ২ জুন এক নারী জানান, তার স্বামী মো. ইমাম হোসেনকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকা থেকে কারা যেন অপহরণ করে ২ লাখ টাকা মুক্তপণ দাবি করে। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহয়তায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের ৬ জনকে গ্রেফতার করি। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, আইনানুগ আরও কিছু কাজ শেষে তাদেরকে বিকেলে আদালতে প্রেরণ করা হবে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ