মেয়েকে চাকরির প্রলোভন দেখিয়ে মাকে ধর্ষণচেষ্টা!

আরো পড়ুন

সাতক্ষীরা: সাতক্ষীরায় বেসরকারি ক্লিনিকের এক নার্সকে সরকারি চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে নগদ ৫০ হাজার টাকা অর্থ আত্মসাৎসহ তার মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী নার্সের মা (৩৮) বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলার দায়ের করেছে বলে জানা গেছে। অভিযুক্ত ওই যুবকের নাম আমিরুল ইসলাম জুয়েল (৩৫)। তিনি সদর উপজেলার পলাশপোল এলাকার আব্দুল মান্নান মোল্যার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আশাশুনি উপজেলার পরিমল রায়ের মেয়ে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে নার্স পদে চাকুরী করতো। সেই সুবাদে তার সাথে পরিচয় হয় জুয়েলের। কিছুদিন আগে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে সরকারি নার্স পদে চাকুরি পাইয়ে দেয়ার কথা বলে ওই নার্সের মায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় জুয়েল। কিন্তু চাকুরি দিতে না দিয়ে টাকা নিয়ে টালবাহানা করতে থাকে সে । গত ২৬ মে ওই নার্স ক্লিনিকে চলে যাওয়ার পর তাদের ভাড়া বাড়িতে গিয়ে মাকে ধর্ষণের চেষ্টা চালায় জুয়েল। এসময় ভিক্টমের চিৎকারে বাড়ির মালিকসহ স্থানীয়রা ছুটে আসলে জুয়েল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। মামলা নং- ৮১।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ