কাউন্সিলর বাবুলের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহর স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোর পৌরসভার কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে যশোর শহর স্বেচ্ছাসেবক লীগ। যশোর শহরের নাজির শংকরপুরের জিরো পয়েন্ট মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মিছিল 3

শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন’র সভাপতিত্বে ও যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবিরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান বক্তা হিসাবে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্রমিক সংগঠন ২২৭ এর সভাপতি আজিজুল ইসলাম মিন্টু, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিম, শাহাজাদা নেওয়াজ।

প্রতিবাদ মিছিল 2

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন, সাবেক শ্রমিক নেতা মোস্তফা, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আসাদুজ্জামান সুমন, শহর স্বেচ্ছাসেবক লীগের সদস্য কামরুল হাসান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেন, সাবেক ছাত্রনেতা এস এম রয়েল, দিপংকর দাস, ৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের আহবায়ক আহসান ইভেন, ৮নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের আহবায়ক আজমাইনুল ইসলাম, পান্না জোয়রদার,অনিক আহমেদ, বাবু রহমান, শুকুর আলী, আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম,মোহাম্মদ বাবু, জেন্স সুমন,মোহাম্মদ মুনসহ বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ আহত পৌর কাউন্সিলর আসাদুজ্জামান বাবুলের বাসায় যেয়ে তার পরিবারের খোঁজ খবর নেন এবং স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সব সময়ই তাদের পাশে আছেন বলে আশ্বস্ত করেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ