হাতকড়াসহ পুলিশকে ধাক্কা দিয়ে আসামি পলায়ন

আরো পড়ুন

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ ধর্ষণ ও অপহরণ মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মে) সকালে গোবিন্দগঞ্জ থানায় নেওয়ার পথে এ ঘটনা ঘটে।

ওই আসামির নাম সামিউল ইসলাম। তার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে।

বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) তৌহিদুল ইসলাম।

পুলিশ সুপার জানান, সম্প্রতি গোবিন্দগঞ্জ থানায় সামিউল ইসলামের বিরুদ্ধে তার শালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে তার শ্বশুর একটি মামলা করেন। সেই মামলায় সামিউলকে গ্রেপ্তারসহ তার শালিকাকে সোমবার রাতে চাঁদপুর থেকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল উদ্ধার করে।

মঙ্গলবার সকালে পুলিশ ভ্যানে করে সামিউল ও তার শালিকাকে গোবিন্দগঞ্জ থানায় নেওয়া হয়। এ সময় পুলিশ ভ্যান থেকে নামার সময় হাতকড়াসহ সামিউল ইসলাম দৌড়ে পালিয়ে যান।

এসপি আরও বলেন, সামিউলকে ধরতে অভিযান চলছে। এ ছাড়া তার বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা করার প্রস্তুতি চলছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ