৩০ জুলাই ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু

আরো পড়ুন

সেশনজট কমাতে এক মাস এগিয়ে আনা হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ গুচ্ছের ভর্তি পরীক্ষা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ জুলাই ক ইউনিটের মাধ্যমে এই পরীক্ষা শুরু হবে।

সোমবার (৩০ মে) রাতে ভার্চুয়ালি গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক উপাচার্যদের কমিটির এক সভায় এই নেয়া হয়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ৩০ জুলাই ক ইউনিট, ১৩ আগস্ট খ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থ্যাৎ ২০ আগস্ট (সম্ভাব্য তারিখ) গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৮ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ গুচ্ছ) বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা ৩ সেপ্টেম্বর, মানবিকের ১০ সেপ্টেম্বর ও বাণিজ্যের ১৭ সেপ্টেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

এরপর সেশনজটের কথা বিবেচনায় নিয়ে গত শুক্রবার (২৭ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষাবিষয়ক উপাচার্যদের কমিটির এক সভায় শিক্ষার্থীদের সেপ্টেম্বরের পরিবর্তে ভর্তি পরীক্ষায় এগিয়ে এনে আগস্টে নেয়ার পরিকল্পনা হয়।

স্নাতক ভর্তিতে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বেশ কয়েক বছর ধরে সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছভুক্ত করার চেষ্টা চলছে। তবে বড় বিশ্ববিদ্যালয়গুলোর অনাগ্রহে সে উদ্যোগ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৌশল এবং কৃষি ও কৃষি প্রধান- এই তিন গুচ্ছে গত বছর ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ