বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারেন সিঙ্গাপুরের টিম ডেভিড

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক: বর্তমান সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম মারকুটে ব্যাটার টিম ডেভিড। তার জন্ম সিঙ্গাপুরে হলেও, বেড়ে ওঠা ও খেলাধুলায় সম্পৃক্ত হওয়া মূলত অস্ট্রেলিয়ায়। যে কারণে এরই মধ্যে সিঙ্গাপুরের হয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া ডেভিডকে দলে নেওয়ার কথা ভাবছে অস্ট্রেলিয়া।

২০১৮-১৯ মৌসুমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজ্য দলের কেন্দ্রীয় চুক্তি পেয়েছিলেন ডেভিড। কিন্তু মূল দলে অভিষেক হয়নি কখনও। যে কারণে রাগে-ক্ষোভে সিঙ্গাপুরে চলে যান তিনি। সেখানেই ২০১৯ সালের জুলাইয়ে হয় আন্তর্জাতিক অভিষেক। সিঙ্গাপুরের জার্সিতে খেলেছেন ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

তবে এখন তার সামনে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ডেভিডের মতো মারকুটে ব্যাটারকে দলে রাখার ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অবশ্য আগামী মাসের শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি দলে ডেভিডের জায়গা হয়নি।

সবশেষ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সামর্থ্যের ছাপ রেখেছেন ডেভিড। ল্যাঙ্কাশায়ারের হয়ে নেমে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টেও তার ব্যাট থেকে এসেছে মাত্র ২৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস। সীমিত সুযোগের সর্বোচ্চ ব্যবহারই করে যাচ্ছেন ডেভিড।

তাকে বিবেচনায় রাখার কথা জানিয়ে ফিঞ্চ বলেছেন, ‘আমি মনে করি ডেভিড বিবেচনায় থাকবে। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছে সে। আইপিএলের শেষভাগটা দারুণ কেটেছে তার। নিজের সেরা ছন্দে ছিল। প্রথম বল থেকেই মারতে পারার অনন্য সামর্থ্য রয়েছে ডেভিডের। এই ধারাবাহিকতায় অবশ্য তাকে বিবেচনা করতে হবে।’

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ