যশোরে আফজাল হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার (২৯ মে) রাত আটটার দিকে শহরের নাজির শংকরপুর চাতালের মোড়ে তার ওপর হামলা হয়।
আফজাল হোসেন নাজির শংকরপুর চাতালের মোড় এলাকার সোলেমান হোসেনের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
প্রতক্ষ্যদর্শীরা বলেন, আফজাল সোমবার রাত ৮ দিকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় ইজিবাইকে করে শহরের কোল্ডস্টোর এলাকার টেরা সুজনসহ আরো প্রায় দশজন এসে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তাদের হাতে রামদা, চাইনিজ কুড়ালসহ আরো অনেক অস্ত্র ছিল। কয়েকজন এগিয়ে গেলে বোমা নিক্ষেপ করে। আর চলে যাওয়ার সময় ফাকা গুলি ছোড়ে তারা। পরে স্থানীয়রা মিলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি।
আফজালের বাবা সোলেমান বলেন, শহরের কোল্ডস্টোর এলাকার টেরা সুজনের সাথে আমার ছেলে পূর্ব শত্রুতা ছিল। এর আগেও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক সোহান বলেন, ভিকটিমের শরীরে প্রচুর পরিমাণে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় কোপ দেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিতে দিতে তার মৃত্যু হয়।

