ঝিকরগাছার ওসি সুমন ভক্ত পেলেন এসএম আহসান মেমোরিয়াল ট্রাস্ট অ্যাওয়ার্ড

আরো পড়ুন

শাহ জামাল শিশির, ঝিকরগাছা: কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ এসএম আহসান মেমোরিয়াল ট্রাস্ট অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন যশোরের ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি পুরস্কার প্রদান করেছে। এবছর তিনটি ক্যাটাগরিতে তিন জন পুলিশ কর্মকর্তা এ পুরস্কার পেয়েছেন।

শনিবার (২৮ মে) বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৩৮তম সাধারণ সভায় পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এ পুরস্কারের অ্যাওয়ার্ড তুলে দেন।

সুমন ভক্ত, ২০০৭ সালে আউটসাইড ক্যাডেট হিসাবে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা’য় এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর গোপালগঞ্জ জেলায় সাব-ইনসপেক্টর হিসেবে যোগদানের মাধ্যমে চাকুরী জীবন শুরু করেন।

২০১৮ সালে তিনি ইন্সপেক্টর হিসাবে পদোন্নতি পেয়ে যশোর কোতয়ালি মডেল থানায় পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স অ্যান্ড কমিউনিটি পুলিশিং) পদে যোগদান করেন। পরে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) হিসেবে চাকরী করেন। বর্তমানে ২০২১ সালের ২০ নভেম্বর তিনি অফিসার ইনচার্জ হিসাবে ঝিকরগাছা থানায় যোগদান করেন।

সুমন ভক্ত ২০১৯ ও ২০২০ সালে পুলিশ প্রধান কর্তৃক শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার সনদ অর্জন করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, যারা আমাকে বিভিন্ন কাজে সময় ও সঙ্গ দিয়ে দায়িত্ব পালনে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানায়। ভবিষ্যাতে যাতে রাষ্ট্রের দায়িত্ব সঠিকভাবে পালন করে জনগণের পাশে থাকতে পারে তার জন্য তিনি সকলের কাছে আর্শিবাদ চেয়েছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ