দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

আরো পড়ুন

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাকেজ আলী (৩৪) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় অপর ট্রাকের চালক ও সহকারী আহত হয়েছেন।

রবিবার (২৯ মে) ভোরে উপজেলার কাকিনা চাপারতল এলাকায় আকাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ট্রাকচালক মাকেজ আলী বগুড়ার শেরপুরের মির্জাপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।

এলাকাবাসীদের বরাত দিয়ে ওসি জানান, রবিবার ভোরে বগুড়ার শেরপুর থেকে পাথর নিতে ট্রাকচালক মাকেজ আলী লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিলেন। পথে কাকিনা চাপারতল এলাকায় বুড়িমারী থেকে নারায়ণগঞ্জগামী পণ্যবাহী এক ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মাকেজ আলী নিহত হন। এছাড়াও অপর ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, নিহত ট্রাকচালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ