হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে।
রবিবার (২৯ মে) সকাল ১০টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বিপ্লব মিয়া জানান, আজ সকাল ৯টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ঘটনাস্থলে গেছে। বর্তমানে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মাধবপুর চুনারুঘাটসহ ফায়ার সার্ভিসের মোট ৬ স্টেশনের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে বা কেউ হতাহত হয়েছেন কি না এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জাগো/এমআই

