২৬ মাস পর রবিবার চালু হচ্ছে ‘বন্ধন এক্সপ্রেস’

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ২৬ মাস পরে রবিবার (২৯ মে) চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাইদুজ্জামান।

তিনি বলেন, ২৯ মে (রবিবার) থেকে ফের বন্ধন এক্সপ্রেস চালু হচ্ছে। রবিবার সকালে কলকাতা থেকে যাত্রা করে বন্ধন এক্সপ্রেস বেনাপোল হয়ে দুপুরে খুলনা পৌঁছাবে। দুপুরে খুলনা থেকে যাত্রা করে সন্ধ্যায় আবার কলকাতা যাবে। এসি চেয়ারে ৩৫ টাকা ও এসি কেবিনের সিটে ৫৭ টাকা ভাড়া বেড়েছে বন্ধন এক্সপ্রেসের। ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় এসি চেয়ারে ৩৫ টাকা ও এসি কেবিনের সিটে ৫৭ টাকা ভাড়া বেড়েছে।

বেনাপোল স্টেশন সূত্র জানায়, ২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা-খুলনার মধ্যে ৪৫৬ আসনের বন্ধন এক্সপ্রেস আন্তর্জাতিক ট্রেনটি চলাচল শুরু করে। করোনায় ২০২০ সালের ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেসের যাত্রা বন্ধ হয়ে যায়। ট্রেনের ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন রয়েছে। কলকাতা-খুলনার মধ্যে দূরত্ব ১৭২ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশে ৯৫ কিলোমিটার ও ভারতে পড়েছে ৭৭ কিলোমিটার।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ