নিজস্ব প্রতিবেদক: যশোরের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদে স্কুলে যাতায়াতের জন্য ফুটওভার ব্রীজ নিমার্ণ করা হবে। হাইওয়ের পাশে স্থাপিত ১০ বিদ্যালয়ের ৩ হাজার ৯৮৪ খুদে শিক্ষার্থীর চলাচল ঝুঁকিপূর্ণ। আর এই ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটওভার ব্রীজ নিমার্ণে ৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয় ধরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন।
যশোর শিক্ষা অফিস সূত্রে, যশোর জেলার তিন উপজেলার মহাসড়কের পাশে স্থাপিত ১০ বিদ্যালয়ের ৩ হাজার ৯৮৪ খুদে শিক্ষার্থীর চলাচল ঝুঁকিপূর্ণ। এর মধ্যে যশোর সদরের ঢাকা-মাগুরা, যশোর-ঝিনাইদহ ও যশোর-খুলনা মহাসড়কের পাশে চারটি স্কুল রয়েছে। ঢাকা-মাগুরা সড়কের পাশে রয়েছে উপশহর শহীদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ দুটি স্কুলের পাশে ৩০ লাখ টাকা ব্যয়ে ২০ মিটার করে ফুটওভার ব্রীজ নির্মাণ করা হবে। একইভাবে চুড়ামনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৩০ লাখ টাকা ব্যয়ে ২০ মিটার করে ফুটওভার ব্রীজ নির্মাণ করা হবে।
এছাড়া, অভয়নগরের প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৩০ মিটার ফুটওভার ব্রীজ নির্মাণের সম্ভাব্য ব্যয় ৬০ লাখ টাকা, রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৩০ মিটার ফুটওভার ব্রীজ নির্মাণের সম্ভাব্য ব্যয় ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ঝিকরগাছার লাউজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৫০ মিটার ফুটওভার ব্রীজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ৫০ লাখ টাকা, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৫০ মিটার ফুটওভার ব্রীজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ৫০ লাখ টাকা, নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৫০ মিটার ফুটওভার ব্রীজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ৫০ লাখ টাকা, নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৫০ মিটার ফুটওভার ব্রীজ নির্মাণে ৫০ লাখ টাকা সম্ভাব্য ব্যয় হবে।
এ বিষয়ে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, যশোরের এ তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। যে বিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রীজ নির্মাণের প্রয়োজনীয়তা মনে করবে, সেখানে নির্মাণ করা হবে।
জাগো/এমআই

