ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবারকে প্রায় সাড়ে চার কোটি টাকা প্রণোদনা

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের অলভিয়া বন্দরে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবার পাঁচ লাখ ডলার (প্রায় সাড়ে চার কোটি টাকা) ক্ষতিপূরণ পাচ্ছে।

একই সঙ্গে জাহাজের অন্য সদস্যরা সাত মাসের বেতন পাবেন। এছাড়া নিহত হাদিসুরের ভাইকে বাংলাদেশ শিপিং করপোরেশনে (বিএসসি) চাকরি দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (২৫ মে) ঢাকায় বিএসসি টাওয়ারে অনুষ্ঠিত বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বিএসসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে সভাপতিত্ব করেন। বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ বাবদ এ অর্থ দেবে।

বৈঠকে নিহত হাদিসুরের আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। হাদিসুরের ভাই আগামী ১ জুন বিএসসিতে যোগ দেবেন।

গত ২ মার্চ ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধকালীন ক্ষেপণাস্ত্রের আঘাতে বিএসসির ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

বৈঠকে বিএসসির পরিচালনা পর্ষদের সদস্য নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক এম শাহজাহান মিনা, মো. আবদুর রহমান, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জান উপস্থিত ছিলেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ