কিশোর কুমার, সাতক্ষীরা: সাতক্ষীরায় শহরের রাস্তাসহ পৌরসভার বিভিন্ন রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫মে) দুপুরে সম্মিলিত ছাত্র জনতার আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
সম্মিলিত ছাত্র জনতার আহবায়ক ফাহিমুলহক কিসলুর সভাপতিত্বে ও সদস্য শেখ আমিনুর রহমান কাজলের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রথমআলো জেলা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, সম্মিলিত ছাত্র জনতার সদস্য সচিব শেখ ফারুকুজ্জামান ডেভিড, জেলা নাগরিক কমিটির নেতা এজাজ আহম্মেদ স্বপন প্রমূখ।
বক্তারা এসময়, অবিলম্বে এই বর্ষ মৌসুমের আগে পৌরসভার বিভিন্ন রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের দাবী জানান। দ্রুত সামস্যার সমাধান না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি গ্রহন করা হবে বলে হুশিয়ারি দেন তারা।
জাগো/এমআই

