বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, পরে ধর্ষণ মামলা

আরো পড়ুন

ময়মনসিংহ: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের পরেও সফল না হয়ে ধর্ষণ মামলা করেছেন প্রেমিকা। রবিবার (২২ মে) সকাল থেকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক দেলোয়ার হোসেনের (২৮) বাড়িতে প্রেমিকা অনশন শুরু করেন।

উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামে এ ঘটনা ঘটে। অবস্থা বেগতিক দেখে প্রেমিক বাড়ি থেকে পালিয়ে যান। অনশনে কোনও ফল না আসায় পরে দেলোয়ারের বিরুদ্ধে ওই নারী ধর্ষণ মামলা করেন।

দেলোয়ার উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

তরুণীর ভাষ্য, স্কুলজীবন থেকে দেলোয়ারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘ ১৩ বছরের ওই সম্পর্কের জেরে বিয়ের আশ্বাসে দেলোয়ারের সঙ্গে তার একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি জানতে পারি, দেলোয়ারের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। তাই বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নিয়েছি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা মোস্তাছিনুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত শনিবার (২১ মে) বিয়ের দাবিতে ওই তরুণী দেলোয়ার হোসেনের বাড়িতে অবস্থান নেন। পরে রাতে বিষয়টি থানায় জানালে পুলিশ তরুণীকে উদ্ধার করে তার নিজের বাড়িতে দিয়ে আসে। কিন্তু পরদিন সকালে আবারও ওই তরুণী দেলোয়ারের বাড়িতে চলে আসেন।

ওসি মোস্তাছিনুর রহমান আরও বলেন, মামলার পর ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ