সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেলো নারীর

আরো পড়ুন

সাতক্ষীরায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ ডিগ্রী কলেজের সামনে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে এঘটনা ঘটে।

নিহতের নাম রাবেয়া খাতুন (৪০)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আবদুস সামাদের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাবেয়া খাতুন আদালতে মামলায় হাজিরা দেয়ার জন্য একটি ভাড়ার মোটরসাইকেলে সাতক্ষীরায় আসছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ উপজেলাধীন সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের কালিগঞ্জ ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকলের সাথে তাকে বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন আরোহী রাবেয়া খাতুন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ