মৌয়ালকে নিয়ে গেছে সুন্দরবনের বাঘ

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাউসার গাইন (২৭) নামে এক মৌয়ালকে বাঘ ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (২১ মে) সকাল ১০টার দিকে সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকির ফরেস্ট অফিসের নিয়ন্ত্রণাধীন খেজুরদানা এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়। কাউসার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কাওছারের প্রতিবেশী মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, বৈধ পাশ নিয়ে বৃহস্পতিবার সুন্দরবনে মধু সংগ্ররহ করতে যান কাওছার। শনিবার খেজুরদানা এলাকায় মধু সংগ্রহে গেলে হঠাৎ বাঘের আক্রমণের শিকার হন তিনি। এক পর্যায়ে বাঘ তাকে ধরে নিয়ে যায়।

এখনো তার মৃতদেহ উদ্ধার করা যায়নি। ব্যর্থ হয়ে তার অন্য সঙ্গীরা মোবাইল ফোনে আমাদের বিষয়টি জানায়। তাকে বন বিভাগ ও স্থানীয় মিলে ২৫ জনের একটি দল রবিবার সকালে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা শরিফ উদ্দিন বলেন, বন বিভাগ ও স্থানীয় বেশ কিছু সাহসী মানুষ নিয়ে আমরা প্রায় ঘটনাস্থলে পৌঁছে গেছি। আমরা সবাই একত্রিত থেকে কাওছারকে উদ্ধারের চেষ্টা করছি।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুর আলম বলেন, শুনেছি এক মৌয়ালকে বাঘে নিয়ে গেছে। তাকে উদ্ধারে বন বিভাগের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গেছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ