যশোরের বাঘারপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে পৌরসভা ফুটবল একাদশ। খানিকটা ক্ষোভের কারণেই অংশগ্রহণ করেনি দোহাকুলা ফুটবল একাদশ। এমনটাই বলেছেন দোহাকুলা চেয়ারম্যান ।
এ নিয়ে উপস্থিত দর্শকরা হতাশ মনে ফিরেছেন বাড়ি। এরপর পৌরসভা একাদশ ও স্থানীয় বিজয় ৭১’ক্লাব টিমের মধ্যে পাতানো প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার বিকালে দোহাকুলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও চূড়ান্ত বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী। খেলায় ম্যাচ সেরা হয় পৌরসভা একাদশের তামিম এবং টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন প্রান্ত। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) মকবুল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, ক্রীড়া ব্যাক্তিত্ব আকবর আলি, শচিন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।
এ বিষয়ে দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার জানান, আমাকে আজকেই খেলার কথা ফোনে জানিয়েছেন। তাই আমি টিম নিয়ে আসিনি।
দোহাকুলা ইউনিয়ন ফাইনাল খেলায় অংশগ্রহণ না করার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি আবুজর গিফারী বলেন, এটা দোহকুলা ইউনিয়নের ব্যক্তিগত বিষয়।

