পরিবর্তন হবে না নাম, প্রধানমন্ত্রী বললেন পদ্মা সেতু ‘পদ্মা সেতু’ই

আরো পড়ুন

জুন মাসের শেষের দিকে উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। শেষ সপ্তাহের আগেই সেতু যান চলাচলের জন্য ‘রেডি’ হয়ে যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতু নিয়ে কথা হয়েছে (মন্ত্রিসভার বৈঠকে)। আজ যেটা আলোচনা হয়েছে, আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই ক্লিয়ার করবেন আগামী ৪/৫ দিনের মধ্যে জিনিসটা। পদ্মা সেতু জুন মাসের শেষে উদ্বোধন হচ্ছে, এটা তো উনি বলেই দিয়েছেন, আমরাও রেডি আছি, ইনশাআল্লাহ। আশা করছি লাস্ট উইকের আগেই ব্রিজ রেডি হয়ে যাবে।

‘ডেটটা (উদ্বোধনের তারিখ) এখনো ফিক্সড হয়নি। ধরে রাখেন লাস্টের দিকে।’

নামে কোনো পরিবর্তন আসছে কি না- জানতে চাইলে তিনি বলেন, না না, উনি (প্রধানমন্ত্রী) বলে দিয়েছেন, পদ্মা সেতু ‘পদ্মা সেতু’ই। এটা উনি ক্লিয়ার করবেন যখন পদ্মা সেতু নিয়ে কথা বলবেন।

টোল নিয়ে অনেক কথা হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যখনই যেখানে ব্রিজ করি টোলটা ফেরির ওয়ান পয়েন্ট ফাইভ ধরা হয়। সেটা ধরেই করা হয়েছে। পরবর্তী সময়ে সরকার যদি মনে করে এটা বেশি হয়ে গেছে…। অনেকে বঙ্গবন্ধু সেতুর সঙ্গে কম্পেয়ার করছেন। বঙ্গবন্ধু ব্রিজ তো হলো ফোর পয়েন্ট এইট (৪.৮ কিলোমিটার) কিলোমিটার। আর এটা হলো নাইন পয়েন্ট এইট সেভেন, অলমোস্ট ডাবল। তাছাড়া এখানকার ফেরির ন্যাচার আর যমুনার ফেরির ন্যাচার এক ছিল না।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ