যশোর পৌরসভার ৮নং ওয়ার্ডের আহবায়ক কমিটি গঠন

আরো পড়ুন

যশোর: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করতে যশোর জেলার সভাপতি আলহাজ্ব আসাদুজামান মিঠুর সার্বিক নির্দেশনায় যশোর পৌরসভার ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) কর্মী সভা শেষে আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে আজমাইনুল ইসলামকে আহবায়ক ও শুকুর আলী, সাকিব আহম্মেদ রাভিন, সুমন জেন্স, মণিরুল ইসলাম বাবু, জামিউল হাসান মুন, সজিব শেখ, শ্রাবণকে যুগ্ম আহবায়ক করে ৪৩ সদস্যের স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

উক্ত আহবায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে যশোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব আসাদুজামান মিঠুর সার্বিক দিকনির্দেশনায় এ কমিটি গঠন করা হয়েছে।

কর্মী সভাতে সভাপতিত্ব করেন শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন ও পরিচালনায় ছিলেন যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আসাদুজ্জামান সুমন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি রবিউল ইসলাম, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেন প্রমুখ।

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু নেতার্মীদের উদ্দেশ্য বলেন, শহর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির কাছে আশা থাকবে কাঁধে কাঁধ মিলিয়ে যশোর শহর স্বেচ্ছাসেবক লীগ তথা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার।

সব সময় মানুষের পাশে থেকে কাজ করার আহবান জানান তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ