জাহিদ হাসান সোহান, চৌগাছা: যশোরের চৌগাছায় অভ্যান্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ১৮ মে ) বেলা ১১ টায় খাদ্য গুদাম চত্তরে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ডঃ এম মোস্তানিছুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ইরুফা সুলতানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী আব্দুস সালাম, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মতিয়ার রহমান, শাহীন মোল্লা, আব্দুল আলিম, মিজানুর রহমান, শের আলী, সাজ্জাদুর রহমান মাসুমসহ কৃষক ও মিল মালিকবৃন্দ।
বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধনের সময় জানানো হয় সরকারের নির্ধারিত ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৪’শ ৭১ মেট্রিকটন ধান এবং ৪০ টাকা কেজি দরে ১ হাজার ৬’শ ৩১ মেট্রিকটন চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা পূরণে কৃষক ও মিল মালিকদের নিকট থেকে সহযোগিতা কামনা করা হয়েছে।
জাগো/এমআই

