নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিজানুর শরীফ (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এছাড়া দুই জন আহত হয়েছেন।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে।
মঙ্গলবার (১৭ মে) দুপুর ১ টার দিকে নোওয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলায় এ ঘটনাটি ঘটে।
আহতদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলীম কাজী ও আশকার খন্দকার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। সোমবার আলীম কাজীর গ্রুপের ওবায়দুর কাজীর গরু ধরে নিয়ে যায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন। এর জের ধরে আজ দুপুরে আলীম কাজীর পক্ষীয় লোক মিজানুর শরীফ নোয়াগ্রাম বোর্ড অফিস থেকে নিবন্ধনের কাজ শেষে বাড়ি ফেরার পথে শামুখখোলা এবতেদায়ী মাদরাসার নিকট পৌঁছালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘিরে ফেলে মিজানুর শরীফের ওপর হামলা চালিয়ে তার বুকে সড়কি দিয়ে কোপ মারে। এসময় ঘটনাস্থলে তিনি নামের একজন মারা যান। এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামের বিভিন্ন স্থানে দুই পক্ষের লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় মফিদুল কাজী ও আশরাফ আলী আহত হয়। আহতের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে নড়াইলের পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলনসহ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লোহাগড়া থানার ওসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকা এখন শান্ত আছে।

