সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ছাগলের দড়িতে পেচিয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের প্রানহানির খবর পাওয়া গেছে। নিহত যুবকের নাম মতিয়ার রহমান মোড়ল (৩৬)। সে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের আয়েজউদ্দীন মোড়লের ছেলে।
মঙ্গলবার (১৭ মে) সকালে উপজেলার মাছিয়াড়া গ্রামের খেজুরতলা এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
প্রতক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেল চালিয়ে তার মৎস্য ঘেরের দিকে যাচ্ছিলেন মতিয়ার।পথিমধ্যে মাছিয়াড়া গ্রামের খেজুরতলা এলাকায় মোটরসাইকেলের সাথে ছাগলের দড়ির সাথে পেচিয়ে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন।
জাগো/এমআই

