ঝিনাইদহের শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার শেফালী মারা গেছেন।
রবিবার (১৫ মে) রাত ১০টা ২৫ মিনিটে ঝিনাইদহ সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি শৈলকুপার বর্ষিয়ান নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শিকদার মোশারফ হোসেনের সহধর্মিনী ছিলেন।
এর আগে ২০২০ সালের ৪ নভেম্বর স্বামীর মৃত্যুতে শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হলে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন শিকদার শেফালী। তার মৃত্যুতে পরিবার ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

