থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আরো পড়ুন

এশিয়ান গেমস হকির বাছাই পর্বে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এবার স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়ে দিয়েছে লাল-সবুজের দল।

শনিবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সেমি-ফাইনালে বাংলাদেশ ৪-১ গোলে জিতে ফাইনালে উঠেছে।

ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক আশরাফুল ইসলাম। আর একটি করে গোল করেন রোমান সরকার ও রকিবুল হাসান।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষে থাকছে ওমান। ওমান প্রথম সেমিফাইনালে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়েছে।

অবশ্য গতবার এই ওমানের কাছে ২-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ।

ম্যাচে প্রথমে এগিয়ে যায় থাইল্যান্ড। ১০ মিনিটে স্বাগতিকদের পক্ষে গোলটি করেন রাঙ্গনিওম। বাংলাদেশ প্রথম সাফল্য পায় ২২ মিনিটে। রোমান সরকার ফিল্ড গোলে করে দলকে সমতায় ফেরান। পরে দ্বিতীয় কোয়ার্টারের ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারের পঞ্চম মিনিটে তৃতীয় গোল করেন আশরাফুল।

ম্যাচের ৪৬ মিনিটে ব্যবধান আরো করে বাংলাদেশ। রকিবুলের ফিল্ড গোলে ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করে দল।

আসরের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। পরে গত মঙ্গলবার তারা ৩-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। আর বৃহস্পতিবার ১-০ গোলে হারায় সিঙ্গাপুরকে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ