কোচিং না করায় শিক্ষার্থীকে রড দিয়ে পেটালেন শিক্ষক

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধি: শিক্ষকের কাছে কোচিং না করায় সাতক্ষীরার নলতা আইএইচটির শিক্ষার্থীকে তুলে নিয়ে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মে) রাতে কালীগঞ্জ উপজেলার নলতা আইএইচটি অ্যান্ড ম্যাটস ইন্সটিটিউটে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বর্তমানে নলতা সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নির্যাতনের শিকার শিক্ষার্থী সোলায়মান হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার মোহাম্মদ হানিফের ছেলে। তিনি আইএইচটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

নির্যাতনের শিকার শিক্ষার্থীর সহপাঠী রিপন জানান, রেডিওলজি বিভাগের শিক্ষক সাইদ হাসানের নির্দেশে রাত ১০টার দিকে সোলায়মানকে ডেকে নিয়ে যায় নাহিদ, রশিদ ও রানা। তাদের মধ্যে নাহিদ ও রশিদ আইএইচটির ছাত্র এবং রানা ম্যাটসের ছাত্র। সেখানে নিয়ে রড দিয়ে পিটিয়ে মাখা ফাটিয়ে দেয়। সারা শরীরে নির্দয়ভাবে পেটায়। পরে আমরা উদ্ধার করে তাকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। এর আগেও ওই টর্চার সেলে নিয়ে অন্য শিক্ষার্থীদের মারপিট করা হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ