স্টিল মিলে বিস্ফোরণে প্রাণ গেলো দুই ভাইয়ের

আরো পড়ুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বিস্ফোরণে তিনজন দগ্ধের দুর্ঘটনায় দুই ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরা হলেন শামীম (৩২) ও তার ছোট ভাই নাজমুল (১৮)।

বৃহস্পতিবার (১২ মে) সকাল ৯টায় ও বুধবার রাত ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুই জনের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তাদের মামাতো ভাই আনোয়ার হোসেন জানান, ৮ মে সন্ধ্যা ৬টার দিকে রূপগঞ্জ গাউছিয়া এলাকায় একটি স্টিল মিলে বিস্ফোরণ ঘটে। এতে তারা দুজনসহ আরো এক কর্মচারী দগ্ধ হন। রাতেই তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে শামীম মারা যান। আর বুধবার রাত ১২টার দিকে মারা যান নাজমুল।

তিনি আরো জানান, তারা দুজন কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার তামুরকান্দি গ্রামে। তাদের বাবার নাম মোহাম্মদ করিম।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম হোসেন জানান, শামীমের শরীরের ৪৫ শতাংশ ও নাজমুলের ৬১ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন ভর্তি রয়েছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ