চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় রাজশাহীগামী ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের (২০) মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মে) সোয়া ৯টার সময় চুয়াডাঙ্গা রেল স্টেশনের অদুরে ছাগল ফার্মের পিছনে ১৪০/২ কি.মি পোলের নিকটে ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ- পুলিশ পরিদর্শক মাসুদ রানা জানান, সকালে ছাগল ফার্মের পিছনে রেল লাইনের ওপর এ যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পৌঁছে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমান তার মরদেহ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আছে। নিহতের মরদেহের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হতে পারে।
জাগো/এমআই

