সাজেক ভ্যালি যাচ্ছেন না রাষ্ট্রপতি

আরো পড়ুন

ঘূর্ণিঝড় ‘আসানি’র প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতি আবদুল হামিদের রাঙামাটির সাজেক ভ্যালি সফর স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার নবীরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১০ মে) রাতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতির আগামী ১২ থেকে ১৪ মে রাঙামাটি জেলার সফরসূচি স্থগিত করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে জানানো হবে।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাষ্ট্রপতির সাজেকে আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করা হয়েছিলো। শুধু বরণের অপেক্ষায় ছিলাম। ঘূর্ণিঝড়ের কারণে রাষ্ট্রপতির এই সফর স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ