নড়াইলে ট্রলির ধাক্কায় ব্যাবসায়ী নিহত

আরো পড়ুন

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে ধানবোঝাই ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম মোল্যা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (৯ মে) রাতে চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম মোল্যা নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামের শরীফ পাড়ার গফফার মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী শামীম মোল্যা মোটরসাইকেলে নড়াগাতি থেকে চুনখোলা যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী শামীম ও চালক মারাত্মক আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।

আহত মোটরসাইকেল চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) শুকান্ত সাহা দুর্ঘটনায় শামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ