বিয়েতে অস্বীকৃতি, তরুণীর বাড়িতে দেয়া আগুনে ৭ জনের মৃত্যু

আরো পড়ুন

ভারতের মধ্যপ্রদেশে বিয়ের প্রস্তাবে বিশেষ পাত্তা না পেয়ে পাশের ফ্ল্যাটের সেই তরুণীকে পুড়িয়ে মারার চেষ্টায় গোটা বাড়িতে আগুন লাগিয়ে দেন যুবক। তরুণী বেঁচে গেলেও ঝলসে মৃত্যু হয়েছে ওই কমপ্লেক্সের ৭ বাসিন্দার। অভিযুক্ত সঞ্জয় দীক্ষিত ওরফে শুভমের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের ইনদওরের বিজয়নগরে শনিবার ভোরে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বিজয়নগরের ওই কমপ্লেক্সে ভাড়া থাকতেন শুভম। মাস কয়েক আগে সেখান থেকে অন্য বাসায় চলে যান। ওই কমপ্লেক্সে থাকার সময় পাশের ফ্ল্যাটের এক তরুণীর প্রেমে পড়েন তিনি। তাকে বিয়ে করার প্রস্তাবও দেন। কিন্তু তরুণী তা প্রত্যাখ্যান করেন।

শুভম যখন জানতে পারেন যে তরুণীর অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে, প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেন তিনি। পুলিশের ধারণা, সেই রাগের বশেই কমপ্লেক্সের গ্যারাজে রাখা তরুণীর স্কুটারে আগুন লাগিয়ে দেন শুভম। তখন অনেকে ঘুমে আচ্ছন্ন ছিলেন।

স্কুটারের আগুন দ্রুত কমপ্লেক্সের ভেতর ছড়িয়ে পড়ে। আগুন লাগার ঘটনা কমপ্লেক্সের কয়েকজন টের পেতেই প্রাণ বাঁচানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কিন্তু ততক্ষণে আগুন একতলা বেয়ে দোতলা, তিনতলার দিকে এগিয়ে গিয়েছিল। কয়েকজন ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেও সাতজনের ঝলসে মৃত্যু হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ