ঘেরে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মৃত্যু

আরো পড়ুন

সাতক্ষীরা: মৎস্য ঘেরে পানি দেয়ার সময় বৈদ্যুতিক মটরের তারের স্পর্শে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত ব্যবসায়ীর নাম আব্দুল আওয়াল (৩৫)। তিনি সাতক্ষীরার সদর উপজেলার মাগুরা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

রবিবার সকালে সাতক্ষীরার ঋশিল্পি এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আমি, রবিউল ইসলাম ও আওয়াল মাঠে ধান কাটতে যাই। ধান কাটা শেষে বাড়ির দিকে আসার সময় আওয়াল তার নিজ ঘেরে পানি দেয়ার জন্য বাসারের ঘেরে মটর চালু করতে যায়। এরপর সেখানে মটরের তারের সাথে বিদুৎতায়িত হয়। পরবর্তীতে আমরা ঘটনাস্থালে গিয়ে আওয়ালকে উদ্ধার করে শহরের চায়না বাংলা হাসপাতাল (সি.বি) নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ