সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

আরো পড়ুন

সাতক্ষীরার কলারোয়ার সাংবাদিক জুলফিকার আলীকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মে) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কলারোয়া প্রেসক্লাবের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন, মোহনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিল, পাটকেলঘাটার সাংবাদিক শাহিনুর রহমান, মিজানুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, মিথ্যা এক চাঁদাবাজি মামলায় কলারোয়ার সাংবাদিক জুলফিকারকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের আগের দিন তাকে কারাগারে পাঠানো হয়। তার ছোট ছোট সন্তানরা পিতাকে ছাড়া ঈদ উদযাপন করেছে এটি মেনে নেয়া যায় না। অবিলম্বে সাংবাদিক জুলফিকার আলীর নি:শর্ত মুক্তি দেয়ার আহবান জানান তারা।

প্রসঙ্গত, ২৮ এপ্রিল কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য রওশন আলী বাদী হয়ে ১ লাখ টাকা চাঁদা চাওয়ার মিথ্যা অভিযোগে সাংবাদিক জুলফিকার আলীর নামে থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন কলারোয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ