সেলফি তুলতে গিয়ে চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত

আরো পড়ুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

আলমডাঙ্গা পৌর এলাকার লাল ব্রিজের ওপর বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম হুসাইন আলী। তার বয়স ১২ বছর। সে আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা স্থানীয়দের বরাতে জানান, বিকেলে লাল ব্রিজের ওপর ঘুরতে যায় হুসাইনসহ কয়েকজন শিশু। ওই সময় সেলফি তুলতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈদ স্পেশাল বেনাপোল এক্সপ্রেস ট্রেন হুসাইনকে ধাক্কা দেয়।

ধাক্কা খেয়ে ব্রিজের নিচে পানিতে পড়ে যায় সে। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। পরে রেলওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে তারা।

তিনি আরো জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ