সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে দুই কন্যা শিশুর প্রাণহানি হয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) বিকালে আশাশুনি উপজেলার উত্তর একসরা গ্রামের মালি বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত দুই শিশুর নাম চাঁদনী ( ৫) ও মহসিনা মেলু (৬) । নিহত দুই শিশুকন্যা একই গ্রামের ইয়াসিন আলি মালি ও মনি মালির মেয়ে ।
স্থানীয়রা জানায়, বিকালে কন্যা শিশু দুইটি বাড়ির পাশের উঠানে খেলা করছিল। এ সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায়। পরবর্তীতে পুকুরের ভিতর ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

