অভয়নগরে পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

আরো পড়ুন

যশোরের অভয়নগর উপজেলায় পানিতে ডুবে আসিকুর রহমান (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকেউপজেলার ধোপাদী ৩ নম্বর ওয়ার্ডে পশ্চিমপাড়া এলাকায় বাড়ির পাশে থাকা পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। আসিকুর রহমান ধোপাদী এলাকার মনিরুজ্জামান মন্টুর ছেলে । সে অভয়নগর উপজেলা অটিজম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, বাড়ির উঠানে সে খেলা করছিল। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুর থেকে বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় আসিকুরকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওসি একেএম শামীন হাসান বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ হয়নি। লাশ তাদের কাছে দেয়া হয়েছে।

মাগরিবের নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ