নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না গ্রামে বাপ্পি হাসান ১৯ নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত ২৬ এপ্রিল সন্ধ্যায় সদর উপজেলার ভায়না তারাগঞ্জ বাজারে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। এ ঘটনায় সোহান ও রনি নামে আরো দুজন আহত হন।
যশোর কোতয়ালী মডেল থানায় মাকুল, স্বাধীন হাসান, সোহেল, রিয়াজ, রাব্বি, স্বাধীন (২) এই ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আহত অবস্থায় বাপ্পীকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫মে সকাল ৬টার দিকে খুলনা মেডিকেলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা চানপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান মামলা তদন্তাধীন আছে, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

