ছাত্রলীগ নেতাকে মারপিটের প্রতিবাদে অবরোধ, ঘরমুখো মানুষের ভোগান্তি

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ ও রামদিয়া সরকারি এসকে কলেজ ছাত্রলীগ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।

শনিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সড়কের উভয় পাশে ঈদে ঘরমুখো মানুষের যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

পরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. শাহিনুর চৌধুরীসহ প্রশাসনের ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা বলেন, আমার সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মাসুমের ওপর ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আমরা ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় এসেছি। আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছি। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম গোপালগঞ্জ আদালত থেকে মামলার হাজিরা দিয়ে কাশিয়ানীর সরাইকান্দি গ্রামে ফিরতেছিলেন। সদর উপজেলার হরিদাসপুর বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছালে ওই এলাকার ইনছান মুন্সী, সাদ্দাম মুন্সী, হাসিবুর ও ইব্রাহিম মোল্যাসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন যুবক চলন্ত বাস থামিয়ে বাসের মধ্যে ঢুকে তাকে টেনেহিঁচড়ে বাস থেকে নামিয়ে লোহার রড, হকিস্টিক ও কোদালের আছাড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে সড়কের পাশে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ