জাহিদ হাসান সোহান, চৌগাছা: স্বাধীনতার প্রবেশদ্বার যশোরের চৌগাছায় ছাত্রদের অ-রাজনৈতিক সমাজ সেবামূলক সংগঠন “আমরাই আগামী”র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আমরাই আগামী সংগঠনের সভাপতি আজিমুর রহমান সোহানের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও আমরাই আগামী’র প্রধান উপদেষ্টা দেবাশীষ মিস্র জয়, ইয়াসিন আলম চৌধুরী -ওসি (তদন্ত), রাসেল আশরাফ -পরিচালক আশরাফ ফাউন্ডেশন ও উপদেষ্টা আমরাই আগামী, ইয়াকুব আলী সহ-সভাপতি চৌগাছা প্রেসক্লাব। সাধারণ সম্পাদক আমরাই আগামী- মঞ্জুরুল ইকবাল আদর, আমরাই আগামীর প্রতিষ্ঠাতা আব্দুর রহমান বাধন, প্রতিষ্ঠাতা ফাহাদ আল তামিম। সহ-সভাপতি অনিক কুমার মিত্র, মাহমুদ আল সায়েম সেজান সহ উপস্থিত ছিলেন আমরাই আগামীর সকল নেতৃবৃন্দ।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে জেটিকেইউ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণীর মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জাগো/এমআই

