নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: নরসিংদীয় রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর এলাকায় ঢাকা অভিমুখী তিতাস কমিউটারের নিচে কাটা পড়ে তারা।ওই দুই শিশু হলো- পলাশতলী ইউনিয়নের সাহাপুর গ্রামের দীন ইসলামের ছেলে যোবেয়েদ মিয়া (১১) এবং মো. কাউসারের ছেলে সিয়াম মিয়া (১০)।

স্থানীয়রা জানায়, সকালে রেললাইনের পাশে একটি গাছে আম কুড়াতে গিয়েছিল দুই শিশু। পরে চট্টগ্রাম অভিমুখী একটি কন্টেইনার ট্রেন আসলে তারা পাশের রেললাইনে গিয়ে দাঁড়ায়। সে সময় পাশের রেললাইন দিয়ে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেন এসে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন নিহত হয়। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশের পরিদর্শক (ইনচার্জ) ইমায়েদুল জাহেদী জানান, মরদেহ উদ্ধার করার পর স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করেছি আমরা।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ