সাতক্ষীরায় কলেজ ছাত্র নির্যাতনের ঘটনায় বহিস্কৃত ছাত্রলীগ নেতা আকিব গ্রেফতার

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় কলেজ ছাত্রকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈয়দ আকিব (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭এপ্রিল) বিকালে তাকে খুলনা জেলার ডুমুরিয়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তালা থানার উপ পরিদর্শক চন্দন কুমার রায় তার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

প্রসঙ্গত, গত রবিবার তালা সরকারী কলেজের ছাত্রাবাসে শোয়েব আজিজ তন্ময়(২০) নামে এক কলেছ ছাত্রকে বিবস্ত্র করে ভিডিও ধারন করে মাথা মুন্ডন করে শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর। সোমবার সকালে ভিক্টিমের পিতা বাদী হয়ে তালা থানায় একটি মামলা করে। মামলা নং-২০। পরে বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে জেলা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিবকে বহিস্কার করে। দীর্ঘ নাটকিয়তা শেষে মামলার দুইদিন পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ