যশোরের চৌগাছার পাতিবিলা ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি মেম্বর) ঠান্ডু মিয়াকে হত্যা মামলার দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ এপ্রির) আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন, একই গ্রামের মৃত শওকত মোল্লার ছেলে কামাল হোসেন ও হায়দার আলীর ছেলে লিটন হোসেন।
এ বছরের ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাতিবিলা বাজারের টিটোর চায়ের দোকানের সামনে পরিকল্পিতভাবে ঠান্ডু মিয়ার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।
এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে টিংকু পারভেজ হমলাকারী ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন কামাল ও লিটন। দীর্ঘদিন পলাতক থেকে মঙ্গলবার তারা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

