ট্যাপা মাছ খেয়ে প্রাণ হারালেন একজন, একই পরিবারের ৪ জন অসুস্থ

আরো পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে ট্যাপা মাছ খেয়ে বিষক্রিয়ায় একই পরিবারের একজনের মৃত্যুসহ ৫ জন গুরুতর অসুস্থ হয়েছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পরিবারের কর্তা মতিউর রহমান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মারা যান।

পরিবারের অপর ৪ জন বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

মৃত্যুবরণকারী মতিউর রহমান (৫২) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

গুরুতর অসুস্থ পরিবারের অন্য সদস্যরা হলেন, মতিউর রহমানের স্ত্রী মমতাজ বেগম (৪৫), ছেলে সাগর হোসেন (২৫),সাগরের স্ত্রী সিলমি বেগম (২২) ও তাদের ছেলে মাহীর হোসেন (৪)।

মতিউর রহমানের মামাতো ভাই আব্দুল হান্নান জানান, মধ্যাহৃভোজে ট্যাপা মাছ দিয়ে আহার সেরেছিলেন মতিউর রহমানের পরিবারের সদস্যরা। আহার সারার পর-পরই তারা বিষক্রিয়ায় আক্রান্ত হন। পরে তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি দে জানান, বিকেলের দিকে তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতিতে মতিউর রহমানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পথে কুলিয়া এলাকায় তিনি মারা যান। পরিবারের বাকী ৪ জন সদস্যও আশঙ্কামুক্ত নন বলে তাদেরকেও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই চিকিৎসক।

বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পরে লক্ষণ সম্পর্কে ডা. বিপ্লব কান্তি দে বলেন, সমস্ত শরীর ঝিমঝিম করাসহ খিচুনি ও বমি হওয়ায় ছিল তাদের লক্ষণ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ