নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চকপুর কৃষ্ণপুর এলাকার বাপ্পি ওরফে কনক (১৯) ও আল-আমিন (১৭)।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে নাটোরগামী যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী বাপ্পি ঘটনাস্থলে মারা যান। আরেক আরোহী আল-আমিনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামিল বলেন, ঘাতক বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ