রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: রাজশাহী মহানগরীতে পবা থানার নাশকতা মামলার পলাতক আসামি রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি মো. এমাজ উদ্দিন মণ্ডলকে (৫০) গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ডিবি।

শুক্রবার (২২ এপ্রিল) রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া জামায়াত নেতা ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার পায়রাডাঙ্গা গ্রামের মৃত সিরাজ উদ্দিন মণ্ডলের ছেলে।

বিয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল।

তিনি বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতামূলক কর্মকাণ্ড ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং দাঙ্গাসহ মোট ৩৫টি মামলা আদালতে বিচারাধীন। এছাড়া তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার পাঁচ মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে তেরখাদিয়া মোড় থেকে গ্রেফতার করা হয়।

আইনি প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, আগে তার নামে পাঁচ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে, সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া রাজশাহীর পবায় সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে তিনি গোপন বৈঠকে ছিলেন। খবর পেয়ে আগেই তিনি সেখানে থেকে সটকে পড়েছিলেন। ওই ঘটনায় জড়িত থাকায় তাকে অজ্ঞাত আসামির তালিকায় রাখা হয়েছিল। সেই নাশকতার পরিকল্পনার মামলায় তাকে চার্জশিটভুক্ত করা হচ্ছে।

সরকারবিরোধী পরিকল্পনা ও নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ