রবিবার থেকে এক সপ্তাহের জন্য বিদায় নেবে ঝড়-বৃষ্টি

আরো পড়ুন

আজ শনিবার বিকেলে ঝড়-বৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কাল রবিবার থেকে এক সপ্তাহ দেশের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৩ এপ্রিল) অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, কাল থেকে সারাদেশে বৃষ্টি কমে যাবে। তবে আজ বিকেলে বা সন্ধ্যার দিকে বৃষ্টি হবে। সাধারণত এখন মেঘটা তৈরি হয় বিকেলের পরে।

‘এখন পর্যন্ত আমাদের পূর্বাভাসে বলা হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে বেশি বৃষ্টি হবে। তবে অন্যান্য বিভাগেও হালকা-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন শুধু বৃষ্টি না, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হবে। এখন বৃষ্টি হলেই বাতাস থাকবে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে আগামীকাল থেকে পুরোদমে তাপমাত্রা বেড়ে যাবে।

এই আবহাওয়াবিদ জানান, আগামীকাল থেকে ২৯/৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা শুষ্ক থাকবে। মাসের শেষের দিকে আবারো ঝড়-বৃষ্টি শুরু হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ